একীভূত হওয়ার অংশ হিসেবে অপোর সার্ভিস সেন্টার থেকে বিক্রয়োত্তর সেবা পাবেন ওয়ানপ্লাসের ব্যবহারকারীরা। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে চীনে ওয়ানপ্লাসের আফটার সেলস সার্ভিস সম্পূর্ণভাবে স্থানান্তর হবে। খবর গিজমোচায়না।
২০২১ সালের শুরুতে গুঞ্জন উঠেছিল যে একক ব্র্যান্ডে পরিণত হতে অপোর সঙ্গে একত্র হওয়ার পরিকল্পনা করছে ওয়ানপ্লাস। একটি মেমো প্রকাশ হলে গুঞ্জনটি আরো প্রকট হয়। সেখানে বলা হয়েছে, ওয়ানপ্লাস অপোর সাবব্র্যান্ড হিসেবে কাজ করবে। একীভূতকরণের অংশ হিসেবে অপো এরই মধ্যে তাদের ২০ শতাংশ কর্মশক্তি কমিয়ে দিয়েছে।
আগামী বছর থেকে ওয়ানপ্লাসের ব্যবহারকারীরা এক হাজারের বেশি অপোর সার্ভিস সেন্টার থেকে আফটার সেলস সেবা গ্রহণ করতে পারবে। ওয়ানপ্লাস জানায়, পরিপূর্ণ ব্যবসা স্থানান্তরের পর ব্যবহারকারীরা প্রতি মাসের ১৬ থেকে ১৮ তারিখ এ সেবা গ্রহণ করতে পারবেন। অপো ও ওয়ানপ্লাস দুটি ব্র্যান্ডই বিবিকে হোল্ডিংসের সহযোগী সংস্থা। ওয়ানপ্লাসের লভ্যাংশ বাড়াতে একীভূতকরণের এ পরিকল্পনা গ্রহণ করেছে বিবিকে। দুটি প্রতিষ্ঠানই রিয়েলমির সঙ্গে তৃতীয় সেলফোন ব্র্যান্ড হিসেবে ওগা গ্রুপের অধীনে পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিক্রয় পর্যায়ে অপো মলকে নতুন করে ওগা মল নামকরণ করা হয়েছে। এখানে অপো, ওয়ানপ্লাস ও রিয়েলমির পণ্য বিক্রি এবং প্রদর্শন করা হয়। ব্র্যান্ডের পাশাপাশি ওয়ানপ্লাস ও অপোর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগও একীভূত হয়েছে। আরঅ্যান্ডডি স্ট্রাকচারের দিক থেকে দুটি প্লাটফর্ম আলাদা হলেও নতুন প্রকল্পগুলো একত্রে পরিচালিত হবে বলে জানা গেছে।