কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোন থেকে ৩৬টি কমিউনিকেশন স্যাটেলাইট উেক্ষপণ করেছে ব্রিটেনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ানওয়েব। বিশ্বে দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদানে পৃথিবীর নিম্নকক্ষে স্যাটেলাইট উেক্ষপণ করে আসছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের শুরুতে ওয়ানওয়েব জানিয়েছিল, রাশিয়ার দূরপ্রাচ্য থেকে স্যাটেলাইট উেক্ষপণ করা হলে তা উত্তরের ৫০ ডিগ্রি অক্ষাংশে অবস্থিত সবাইকে ইন্টারনেট সংযোগের আওতায় আনবে। ওয়ানওয়েবের পরিপূর্ণ সংযোগ তালিকার দেশগুলো হচ্ছে যুক্তরাজ্য, আলাস্কা, উত্তর ইউরোপ, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড কন্টিনেন্টাল ইউএস, আর্কটিক সমুদ্র অঞ্চল ও কানাডা। রয়টার্স