দুর্দান্ত ফিচারে নতুন ৫জি স্মার্টফোন আনল ভিভো। মডেল ভিভো ভি২৩ ৫জি। স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ওয়াটারড্রপ-স্টাইল ডিসপ্লে নচ সহ বৈশিষ্ট্য রয়েছে। ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডায়মেনসিটি ৮১০ চিপসেট।
গত মাসে থাইল্যান্ডে আত্মপ্রকাশ করেছে নতুন এই মডেল।
মিডরেঞ্জের এই ফোনে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকছে। ফোনটি মুনলাইট শ্যাডো ও সানশাইন কোস্ট রঙে আত্মপ্রকাশ করেছে।
অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের সঙ্গে ফোনটিতে থাকছে ভিভোর ফানটাচ ১২ ইউজার ইন্টারফেস।
ডিভাইসে রয়েছে একটি ৬.৪৪ ইঞ্চির ফুল-এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে।
ছবি ও ভিডিওর জন্য থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যাতে একটি এফ/১.৮ লেন্সসহ ৫০ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল শ্যুটার দিয়েছে কোম্পানি। সঙ্গে পাবেন আরও একটি ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি এবং ভিডিও চ্যাটের ক্ষেত্রে, ফোনটির সামনে একটি ৪৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর দিয়েছে কোম্পানি।