তরুণ থেকে বুড়ো; সবাই এখন মজেছেন ফেসবুকে। সোশ্যাল প্ল্যাটফর্মটিতে অসংখ্য বন্ধু বানানোর সুযোগ রয়েছে। তবে মাঝে মধ্যে এসব ভুলের মাশুলও গুনতে হয়। তাই অনেকে আনফ্রেন্ড ও ব্লক করতে চান।
ধাপে ধাপে কীভাবে ফেসবুকে কাউকে ব্লক বা আনফ্রেন্ড করা যায়, দেখে নিন-
ব্লক করার উপায়
ধাপ ১: প্রথমে যাকে ব্লক করতে হবে, তার ফেসবুকের প্রোফাইলে যেতে হবে।
ধাপ ২: প্রোফাইলের ছবির ঠিক নিচের একটি কলামে ফটো, ভিডিও, কলিং, মেসেজ আইকন রয়েছে। সেখানে কলামটির ডান দিকে একটি উপবৃত্তাকার আইকনে ক্লিক করতে হবে।
ধাপ ৩: ওই আইকনে ক্লিক করলেই একটি মেনু দেখতে পাওয়া যাবে, যার শেষ অপশন ‘ব্লক’-এ ক্লিক করতে হবে এবার আমাদের।
ধাপ ৪: এক্ষেত্রে আমরা সেই ব্যক্তিকে ব্লক করতে চাই কি-না কর্তৃপক্ষ আরও একবার জিজ্ঞাসা করবে। ব্লক করার পর সেই ব্যক্তি কী করতে পারবেন না তাও আমাদের দেখিয়ে দেবে ফেসবুক। আমরা যদি নিজের সিদ্ধান্তে নিশ্চিত থাকি, তাহলে ‘কনফার্ম’-এ ক্লিক করতে হবে।
অবশ্য ভবিষ্যতে আমাদের সিদ্ধান্তের বদল হলে সেই ব্যক্তিকে আনব্লক করার পথও খোলা রয়েছে।
আনফ্রেন্ড কীভাবে করতে হবে
ধাপ ১- যে ব্যক্তিকে আনফ্রেন্ড করতে চাইছি আমরা, প্রথমেই তার ফেসবুকের প্রোফাইলে যেতে হবে।
ধাপ ২- এর পর উপবৃত্তাকার আইকনের মধ্যে থাকা ‘পার্সন’ আইকনে ক্লিক করতে হবে।
ধাপ ৩- এবার মেনু থেকে ‘আনফ্রেন্ড’ অপশন নির্বাচন করতে হবে।
ধাপ ৪- অবশেষে সংশ্লিষ্ট ব্যক্তিকে আনফ্রেন্ড করার জন্য ‘কনফার্ম’ অপশনে ক্লিক করতে হবে।