ইন্টেলের এসএসডি ও এনএএনডি ব্যবসা অধিগ্রহণের প্রথম ধাপ সম্পন্ন করেছে দক্ষিণ কোরিয়ার মেমোরি সেমিকন্ডাক্টর সরবরাহকারী প্রতিষ্ঠান এসকে হাইনিক্স।
অধিগ্রহণের বিষয়টি এ চুক্তি সম্পাদনে সম্প্রতি চীনের অনুমোদনের বিষয়টিকে নির্দেশ করে। ফলে এসকে হাইনিক্স ইন্টেলকে ৭০০ কোটি ডলার। এসএসডি ব্যবসা পরিচালনায় এসকে হাইনিক্স সলিডাইম নামে নতুন সহায়ক প্রতিষ্ঠান চালু করেছে। এটি পরিচালনা করবেন ইন্টেলের সাবেক এসভিপি এবং নন-ভোলাটাইল মেমোরি সলিউশনস গ্রুপের জেনারেল ম্যানেজার রব ক্রুক। অন্যদিকে এসকে হাইনিক্সের প্রেসিডেন্ট ও কো-সিইও লি সিওক হি প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন। ক্যালিফোর্নিয়ার সান-জোসেতে সলিডাইমের প্রধান সদর দপ্তর স্থাপন করা হবে বলে জানা গেছে।
পুরো চুক্তিটি ৯০০ কোটি ডলার মূল্যের। কিন্তু কাজটিকে সবসময় দুটি অংশে ভাগ করাই ছিল মূল পরিকল্পনা। এর প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। এর অংশ হিসেবে চীনের ডালিয়ানে অবস্থিত ইন্টেলের সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্লান্টটি এসকে হাইনিক্সের কাছে স্থানান্তর করা হয়েছে। প্লান্টের সঙ্গে কিছু কর্মী ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তিও স্থানান্তর করা হয়েছে।
২০২৫ সালের আগে দ্বিতীয় ধাপটি সম্পাদন করা সম্ভব হবে না বলে জানা গেছে। সে সময়ের আগ পর্যন্ত ইন্টেল ডালিয়ানের কারখানায় বেশকিছু ওয়াফার ডিজাইন ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ব্যবহারের মাধ্যমে এনএএনডি ওয়াফার উৎপাদন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চুক্তিটি পরিপূর্ণভাবে সম্পন্ন হলে ইন্টেল আর ফ্ল্যাশ মেমোরি উৎপাদন করবে না। তবে আরো কয়েক বছর ওয়ার্কস্টেশন উৎপাদনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
চুক্তি বাস্তবায়নে চীনের নীতিনির্ধারকদের বাধা অতিক্রম করা গেলেও কিছু বিধিনিষেধ থাকবে বলে সূত্রে জানা গেছে। টমস হার্ডওয়্যারের তথ্যানুযায়ী, উৎপাদিত কিছু পণ্য ও যন্ত্রাংশের মূল্য নির্ধারণে সীমানা থাকবে।