নতুন বছরের জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে পরবর্তী প্রজন্মের অপারেটিং সিস্টেম হারমনি ওএস ৩ নিয়ে আসবে হুয়াওয়ে। চীনা ভাষায় প্রকাশিত এক সংবাদপত্রের প্রতিবেদনের বরাতে এ তথ্য উঠে এসেছে।
গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পর ২০১৯ সালে নিজস্ব অপারেটিং সিস্টেম হারমনি ওএস চালু করে হুয়াওয়ে। এর পর থেকে বিভিন্ন আপডেটের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের অপারেটিং সিস্টেমের উন্নয়নে কাজ করে আসছে। বর্তমানে এর দ্বিতীয় সংস্করণ বাজারে প্রচলিত রয়েছে এবং সেখান থেকেই তৃতীয় সংস্করণ আনার তথ্য পাওয়া গেছে।
জুলাইয়ে উন্মোচনের কথা বললেও নির্ধারিত সময়ের আগেই নতুন ভার্সনটি চালুর ঘোষণা দেয়া হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন সূত্রের দাবি, চলতি বছরের দ্বিতীয়ার্ধ শেষে এ ঘোষণা দেয়া হতে পারে। বসন্ত উৎসবে চীনের প্রযুক্তি জায়ান্টটি একটি ইভেন্টের আয়োজন করতে পারে বলে সূত্রে জানা গেছে। তবে সেখানে কী ঘোষণা দেয়া হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
২০২১ সালের অক্টোবরে অনুষ্ঠিত ডেভেলপার কনফারেন্সে হারমনি ওএস ৩-এর ডেভেলপার প্রিভিউ উন্মুক্ত করেছিল হুয়াওয়ে। তিনটি ক্ষেত্রে প্রতিষ্ঠানটি তাদের উদ্ভাবন অব্যাহত রেখেছে। এগুলো হলো সিস্টেম আর্কিটেকচার, সুপার টার্মিনাল ও ওয়ান টাইম ডেভেলপমেন্ট অব মাল্টি টার্মিনাল ডেপ্লয়মেন্ট।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, হারমনি ওএস হচ্ছে নতুন প্রজন্মের এমন একটি অপারেটিং সিস্টেম, যার সিস্টেম আর্কিটেকচার সহজে ব্যবহারযোগ্য। পাশাপাশি বিভিন্ন মেমোরি-সম্পন্ন স্মার্ট ডিভাইসগুলোকে একই ভাষায় যোগাযোগের সুবিধা দেয়।
এক ঘোষণায় হুয়াওয়ে জানায়, ২০২২ সালের প্রথম প্রান্তিকে হারমনি ওএস ৩-এর বেটা ভার্সন উন্মুক্ত করা হতে পারে। এটি ডেভেলপারদের পরিপূর্ণ সিস্টেমে বিভিন্ন টুল ব্যবহারের সুবিধা দেবে।