যৌথভাবে একটি সৌরশক্তিচালিত পোর্টেবল ব্লুটুথ স্পিকার আনার ঘোষণা দিয়েছে এক্সেজার ও মেহট। চলমান সিইএস সম্মেলনে স্পিকারটির একটি প্রটোটাইপ উন্মোচন করেছে তারা। এনগ্যাজেট।
পাওয়ারফয়েল নামে একটি উপাদান তৈরি করেছে সুইডিশ কোম্পানি এক্সেজার, যা আলোকশক্তিকে বিদ্যুতে রূপান্তর করতে পারে। অন্যদিকে হার্টমোশন নামের স্পিকার তৈরি করেছে ডাচ স্টার্টআপ কোম্পানি মেহট, যা খুব কম বিদ্যুৎ ব্যয় করে ১০ গুণ ভালো মানের শব্দ বা ব্যাস তৈরিতে সক্ষম। ইউরোপীয় প্রতিষ্ঠান দুটি মিলে তৈরি করেছে এ সৌরচালিত স্পিকার।
বাজারে এখনো বিক্রির জন্য উন্মুক্ত না হওয়ায় স্পিকারটির মান ও গ্রাহক অভিজ্ঞতা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। এরই মধ্যে একই প্রযুক্তি ব্যবহার করে লস অ্যাঞ্জেলেসভিত্তিক আরবানিস্তা বেশ প্রশংসা কুড়িয়েছে।