ঘটনাপূর্ণ ২০২১ সালে যদিও অ্যাপল বেশ কয়েকটি পণ্য উন্মোচন করেছে, তবে যথারীতি সর্বাধিক বিক্রীত পণ্য ছিল আইফোন ১৩। শুধু এবারের ছুটির মৌসুমেই প্রায় চার কোটি আইফোন ১৩ বিক্রি করেছে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।
বৈশ্বিক সরবরাহ চেইন সংকট এবং উপকরণ-স্বল্পতার মধ্যেও চার কোটি আইফোন ১৩ বিক্রিকে বড় সফলতা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে ওয়েডবাশের বিশ্লেষক ড্যানিয়েল আইভেসের দাবি, ২০২১-এর শেষ প্রান্তিক ও ছুটির মৌসুমে বাজার চাহিদার বিপরীতে ১ কোটি ২০ লাখ ইউনিট কম আইফোন সরবরাহ করতে পেরেছে অ্যাপল। সরবরাহ চেইন সংকট না থাকলে থ্যাংকসগিভিং, ক্রিসমাস ও নববর্ষ উদযাপনে আরো ২৫ শতাংশ বিক্রি বাড়ত আইফোনের।
উল্লেখ্য, ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে পাঁচ কোটি ইউনিটের বেশি আইফোন বিক্রি করেছে অ্যাপল।
সরবরাহ চেইন সংকট আরো কয়েক মাস ভোগালেও সামনের দিনগুলোয় অ্যাপল ঘুরে দাঁড়াবে বলে মনে করেন বিশ্লেষকরা। সরবরাহ চেইন সংকট প্রশমনে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অ্যাপলের চুক্তিভিত্তিক ম্যানুফ্যাকচারার অংশীদার ফক্সকনের চেন্নাই কারখানা থেকে আগামী ফেব্রুয়ারি থেকেই চলতি ফ্ল্যাগশিপ মডেলের আইফোন উৎপাদন বিক্রি শুরু হচ্ছে। ফক্সকন কারখানায় তৈরি আইফোন ১১, আইফোন ১২ এরই মধ্যে বিক্রি শুরু হয়েছে। এছাড়া বেঙ্গালুরুর উইসট্রন কারখানায় তৈরি আইফোন এসই বাজারে পাওয়া যাচ্ছে। ভারতে অ্যাপলের তৃতীয় অ্যাসেম্বল কারখানা পেগাট্রনে এখনো উৎপাদন শুরু হয়নি।