হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ (এইচপি) প্রেরিত ত্রুটিপূর্ণ আপডেটের কারণে ৭৭ টেরাবাইটের বেশি গবেষণা তথ্য হারিয়েছে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়। ত্রুটিপূর্ণ আপডেটের বিষয়টি স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানটি। খবর টেকরাডার।
টমস হার্ডওয়্যারের তথ্যানুযায়ী, সম্প্রতি এইচপি একটি সফটওয়্যার আপডেট দিয়েছে, যেটি পুরনো লগ ফাইল মুছে দেয়ার একটি প্রোগ্রাম নষ্ট করে দিয়েছে। পাশাপাশি সেগুলো মুছে দেয়ার পরিবর্তে আপডেটটি ব্যাকআপ সিস্টেমসহ সবকিছুই ডিলিট করে দিয়েছে বলে জানা গেছে। ফলে ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ১৪টি ভিন্ন বিষয়ে পরিচালিত গবেষণার ৩ কোটি ৪০ লাখ ফাইল চিরতরে মুছে গেছে। জাপানি ভাষায় ইস্যুকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচপি দুর্ঘটনার সম্পূর্ণ দায়ভার গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপার কম্পিউটার সিস্টেমের স্টোরেজ ব্যাকআপে যে প্রোগ্রাম ব্যবহার হয়, সেটিতে ত্রুটি থাকার কারণে ২০২১ সালের ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত কার্যক্রম ব্যাহত হয়। এতে একটি দুর্ঘটনা ঘটেছে। যেখানে উচ্চক্ষমতাসম্পন্ন একটি স্টোরেজের গুরুত্বপূর্ণ তথ্য অনিচ্ছাকৃতভাবে মুছে গেছে।
দুর্ঘটনার পর সুপার কম্পিউটারের ব্যাকআপ কার্যক্রম বন্ধ রয়েছে। সফটওয়্যারে যে সমস্যা সৃষ্টি হয়েছে, সেটির সমাধান এবং ভবিষ্যতে যেন একই ধরনের ঘটনা না ঘটে সেটির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে বলে জানা গেছে। এটি নিশ্চিত হলেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুনরায় ব্যাকআপ কার্যক্রম শুরু করবে বলে সূত্রে জানা গেছে।