ডেসটিনির সাবেক কর্মকর্তা শুভ চৌধুরী নামের এক ব্যক্তি অললাইনে এমএলএম ব্যবসা খুলে ৪১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানিয়েছে সিআইডি। ৭ মাসে এক হাজার টাকা দরে প্রায় ৪ লাখ ১০ হাজার শেয়ার বিক্রি করেছেন তিনি। গ্রাহক সেজে তার সহযোগীকে গ্রেপ্তার করা গেলেও, তাকে ধরতে পারেনি সিআইডি।
পল্টনে ইলেকট্রনিক পণ্য বিক্রি করেন হাবিবুর রহমান। গত আগস্টে জানতে পারেন, সোস্যাল মিশন শেয়ার নামের একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে তা একশ দিনে হবে দ্বিগুণ। এই প্রলোভনে ৩ লাখ টাকা খুইয়েছনে তিনি। পরে মামলা করেন ওই প্রতিষ্ঠানের নামে।
তদন্তে নেমে সোস্যাল মিশন শেয়ারের নামে অনলাইন এমএলএম ব্যবসার খোজ পায় সিআইডি। গ্রাহক সেজে ফাঁদ পাতলে গাড়ি নিয়ে দেখা করতে আসেন প্রতিষ্ঠানের এমডি শুভ চৌধুরী ও সাইদুর রহমান।
তবে সিআইডির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় শুভ। এসময় গ্রেপ্তার হন তার সহযোগী সাইদুর। এছাড়াও গাড়িতে মেলে নির্যাতনের সরঞ্জাম।
সাইদুরকে জিজ্ঞাসাবাদের পর সিআইডি বলছে, শুভ চৌধুরী ডেসটিনির সাবেক কর্মকর্তা। আর এই ব্যবসা শুরু করেন ৭ মাস আগে। টার্গেট করে নিম্ন আয়ের মানুষ। কোনো অফিস নেই, আগ্রহীদের সঙ্গে কথা বলতেন গাড়িতে তুলে।
সোস্যাল মিশনের একটি শেয়ার এক হাজার টাকায় বিক্রি করতেন শুভ। প্রলোভন দেখাতো বিদেশে বিনিয়োগের লভ্যাংশ থেকে একশ দিনে তা দ্বিগুণ হওয়ার। গোয়েন্দারা বলছেন, এভাবে ৪ লাখ ১০ হাজার শেয়ার বিক্রি করে তিনি হাতিয়ে নিয়েছেন ৪১০ কোটি টাকা।
সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান, শুভকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে তারা। পাশাপাশি এমন প্রলোভনে পা না দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।