অফিস সফটওয়্যারের একটি নতুন আপডেট আনতে যাচ্ছে গুগল। এতে স্মার্টফোনে গুগল ডকসের জন্য ডকুমেন্ট ফরম্যাট করা সহজতর হবে। খবর টেক রাডার।
বিদায়ী বছরে ইন্টারনেটে গুগল ওয়েবে অনুচ্ছেদের আগে পেজ ব্রেকের ফিচারটি যোগ করেছে সার্চ জায়ান্টটি। সম্প্রতি গুগল ওয়ার্কস্পেসের ব্লগের তথ্য অনুযায়ী ফিচারটি এখন স্মার্টফোনে গুগল ডকসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সংশ্লিষ্টরা বলছেন, বিশেষ কোনো অনুচ্ছেদের স্টাইলের জন্য টাইটেল, সাবটাইটেল বা হেডিংস হিসেবে নতুন পেজ তৈরি করতে সাংবাদিক ও লেখকদের জন্য ফিচারটি উপকারী।
ফরম্যাটিং অভিন্ন রাখা ছাড়াও ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা মাইক্রোসফট ওয়ার্ড বা অন্য কোনো সমজাতীয় সফটওয়্যারের ডকুমেন্ট ব্যবহার ও সেভ করে রাখতে পারবেন। তবে শুধু ‘পেজ ব্রেকিং বিফোর’ অপশন আছে এমন ডকুমেন্টের ক্ষেত্রেই তা প্রযোজ্য হবে। বর্তমানে পেজ ব্রেকিং ফিচারটি গুগল ডক ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। তবে তথ্যানুযায়ী, আগামী সাতদিনের মধ্যে তা অ্যান্ড্রয়েড ফোন ও ১৫ দিনের মধ্যে আইওএসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। নতুন ফিচারটি যোগ হলে স্ক্রিনের নিচে একটি নতুন ফরম্যাটিং মেনু দেখা যাবে। এর মাধ্যমে খুব সহজেই ব্যবহারকারীরা ডকুমেন্টের স্টাইল বাছাই করতে পারবেন।