পেমেন্ট কার্ডের জন্য প্রযুক্তি বাজারের প্রথম প্রতিষ্ঠান হিসেবে অল-ইন-ওয়ান ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি চিপ (আইসি) উন্মোচন করেছে স্যামসাং। খবর এনগ্যাজেট ও গিজমোচায়না।
নতুন চিপটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য যাচাই করে এবং টেম্পার প্রুফ সিকিউর এলিমেন্টের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও যাচাই করে। সি৩বি৫১২সি সিরিয়ালে চিপটি লিপিবদ্ধ করা হয়েছে। পেমেন্ট কার্ডের জন্য চিপটি তৈরি করা হলেও শিক্ষার্থী বা কর্মীদের পরিচয়পত্র যাচাই, সদস্যপদ নির্ধারণ ও প্রবেশাধিকারের কাজে এটি ব্যবহার করা যাবে বলে প্রাতিষ্ঠানিক বিবৃতি সূত্রে জানা গেছে।
মূলত দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট তৈরীকৃত চিপটি বায়োমেট্রিক পেমেন্ট কার্ড তৈরিতে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তা করবে। স্যামসাংয়ের তথ্যানুযায়ী, পেমেন্ট কার্ডের জন্য মাস্টারকার্ডের সর্বশেষ নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে নতুন চিপের কার্যক্রম সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি চিপটি উচ্চমাত্রার ঝুঁকি থেকে গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষায় আন্তর্জাতিক নিরাপত্তা মান (সিসি ইএএল ৬+) অনুসরণ করে।
গত বছর এক ঘোষণায় স্যামসাং জানিয়েছিল, তারা বিন্ট ইন ফিঙ্গারপ্রিন্ট রিডার-সংবলিত বায়োমেট্রিক স্ক্যানিং পেমেন্ট কার্ড তৈরিতে মাস্টারকার্ডের সঙ্গে যৌথভাবে কাজ করছে। সে সময় প্রতিষ্ঠানটি জানিয়েছিল, নতুন কার্ড তৈরিতে মাস্টারকার্ডের বিদ্যমান প্রযুক্তির পরিবর্তে স্যামসাংয়ের এলএসআই ব্যবসা থেকে নতুন সিকিউরিটি চিপসেট ব্যবহার করা হবে। নতুন সি৩বি৫১২সি চিপসেটটি সে প্রযুক্তিকেই নির্দেশ করে।
বিবৃতিতে প্রযুক্তি জায়ান্ট আরো জানায়, কেনাকাটার সময় নতুন চিপসেটটি দ্রুত ও নিরাপদ লেনদেন পরিচালনায় সহায়তা করবে।