অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি সতর্কবার্তা জারি করেছে ফ্রান্সভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান প্রাডেও। টু-এফএ অথেনটিকেটর নামক অ্যাপ নিয়ে এ সতর্কবার্তা জারি করেছে নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠানটি। প্রাডেও বলছে, টু-এফএ অথেনটিকেটর অ্যাপটি মূলত হ্যাকিংয়ের সঙ্গে জড়িত।
ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, গুগল প্লে-স্টোরে টু-এফএ অথেনটিকেটর অ্যাপ ছিল। এটি ১০ হাজারেরও বেশিবার ইনস্টল করা হয়। এই অ্যাপের মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীদের তথ্য চুরি করে থাকে।
টু-এফএ অথেনটিকেটর অ্যাপ থেকে ‘ভুলটর’ নামের একটি ম্যালওয়্যার ছড়ানো হয় যা ব্যবহারকারীদের ডিভাইস থেকে তথ্য চুরিতে সহায়তা করে। অ্যাপটির মাধ্যমে আর্থিক তথ্য চুরিই হ্যাকারদের মূল লক্ষ্য। প্রাডেওর গবেষণা প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
প্রাডেও এরই মধ্যে গুগলকে এ বিষয়ে জানিয়েছে। পরবর্তীকালে অ্যাপটিকে গুগল প্লে-স্টোর থেকে সরানোও হয়েছে। ফলে নতুন করে কারও এই অ্যাপের ফাঁদে পড়ার সুযোগ নেই। তবে যদি কারও ডিভাইসে আগে থেকেই এটি ইনস্টল করা থাকে তবে দ্রুততার সঙ্গে এটি ডিলিট করতে হবে।