দুই বছর আগে এক ঘোষণায় ক্রোমবুকের জন্য স্টিম সাপোর্ট আনতে কাজ করার কথা জানিয়েছিল গুগল। নতুন প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, সাপোর্ট আনার কাজ আরো এক ধাপ এগিয়েছে। খবর টেক রাডার।
সম্প্রতি ক্রোম অপারেটিং সিস্টেমে আরজিবি কিবোর্ড সাপোর্টসহ বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। এসব পরিবর্তন শুধু ইউএসবি অথবা ব্লুটুথ কিবোর্ডের জন্য নয়। এগুলো নতুন ল্যাপটপের জন্যও কাজ করবে। বিশেষ করে গুগল যেসব ক্রোমবুকের কথা বলেছিল সেগুলোর জন্য। ক্রোম অপারেটিং সিস্টেমে আরজিবি সাপোর্ট চালু করার মাধ্যমে একটি বিষয় লুক্কায়িত থাকছে। এর মাধ্যমে ভেল, টানিকস ও রিপল নামের তিনটি হার্ডওয়্যার কোডনেম প্রকাশ পেয়েছে।
ইন্টেলের ১২ প্রজন্মের অল্ডার লেক ল্যাপটপ প্রসেসরের জন্য ভেল ও টানিকস নাম দেয়া হয়েছে। অন্যদিকে ডিটাচেবল বা অপসারণযোগ্য কিবোর্ডের জন্য রিপল নাম ব্যবহার করা হয়েছে। ৯টু৫ গুগলের প্রতিবেদনের তথ্যানুযায়ী, এসব হার্ডওয়্যার কোডনেমের সঙ্গে কয়েকজন কর্মীর নামও যুক্ত রয়েছে। এটি কোন ল্যাপটপের সঙ্গে কোন উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজ করবে সে সম্পর্কে তথ্য দিচ্ছে। সে হিসাবে এইচপি ভেল নিয়ে এবং লেনোভো টানিকস নিয়ে কাজ করছে।
স্টিম সাপোর্টের পাশাপাশি নতুন হার্ডওয়্যার নামসংক্রান্ত তথ্যগুলো গুগলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাই নতুন ক্রোমবুকগুলো গেমিং ক্যাটাগরির হবে নাকি অন্য কিছু হবে, সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য নেই।