টুডি (2D) অবতারের দিন শেষ হলো ইনস্টাগ্রামে। এবার এই প্ল্যাটফর্মে স্টোরি ও ডিরেক্ট মেসেজের জন্য থ্রিডি (3D) অবতার লঞ্চ করল মেটা। অবতার তৈরির ফলে ব্যবহারকারীরা নিজেদের আরও ভালোভাবে প্রকাশ করতে পারবে বলে মনে করছে মেটা। এখানে নিজের মুখের আদলে অবতার তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা।
ফেসবুক এবং ম্যাসেঞ্জারের জন্যও উন্নতমানের থ্রিডি অবতার আনছে মেটা। ফলে ফেসবুক ব্যবহারকারীরা স্টিকার, প্রোফাইল ছবি, ফিড পোস্ট সহ বিভিন্ন ভাবে এই অবতার ব্যবহার করতে পারবেন।
এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই থ্রিডি অবতার তৈরির মাধ্যমে মেটাভার্সের দিকে আরও একধাপ এগিয়ে গেল মেটা। এই ফিচার ব্যবহার করে মেটাভার্সে কোনো ব্যবহারকারী নিজের অবতার তৈরি করতে পারবেন।
এ ছাড়াও এই থ্রিডি অবতারগুলোর মধ্যে রয়েছে বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ অবতার। প্রতিটি অবতারের জন্য স্কিন শেড যুক্ত করা যাবে। ফলে আপনার ত্বকের সঠিক রঙেই অবতারগুলো তৈরি করতে পারবেন। এতে প্রতিটি অবতার আরও ভালোভাবে চিহ্নিত করা যাবে এবং আকর্ষণীয় দেখাবে।
তবে আপাতত কেবল মার্কিন যুক্তরাষ্ট্রর ব্যবহারকারীদের জন্য ওই ফিচার আনা হয়েছে। এছাড়াও কানাডা এবং ম্যাক্সিকোর বাসিন্দারা ওই অবতার ব্যবহারের সুযোগ পাচ্ছেন। সামনে এই অবতারগুলোকে আরও কাস্টমাইজ করার সুযোগ আনবে বলেও জানা যায়।
মেটার অবতার এবং আইডেন্টিটি বিভাগের জেনারেল ম্যানেজার আইজেরিম শর্মান একটি ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছেন,
মেটাভার্সের উপর তাদের অনেক কিছু করার পরিকল্পনা আছে। এজন্য তারা সামাজিক প্রযুক্তির উপর বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। যার ফলে আপনার প্রিয় কোনো মানুষ হাজার হাজার কিলোমিটার দূরে থাকলেও আপনার মনে হবে একটি ঘরের মধ্যে বা কোনো একটি জায়গায় বসেই আপনারা সময় কাটাচ্ছেন।
এর প্রমাণ অবশ্য এরইমধ্যে দিয়েছে মেটা। তাদের ভার্চুয়াল দুনিয়া মানুষকে আরও কাছাকাছি আনবে। ভার্চুয়াল দুনিয়ায় যে কেউ হাজির হতে পারে। ভার্চুয়ালি একজন আর এক জনের সঙ্গে দেখা করতে পারে, কথা বলতে পারে। ডিনার করতে পারে। এমনকি স্পর্শের অনুভূতিও পাবে।