টেসলা গাড়িতে ত্রুটি বের করে পুরস্কার পেয়েছে একদল হ্যাকার। হ্যাকিং ইভেন্টে জয়ী হয়ে একটি মডেল ৩ গাড়ি ও ৩৫ হাজার মার্কিন ডলার পেয়েছে দলটি।
ট্রেন্ড মাইক্রোর ‘জিরো ডে ইনিশিয়েটিভ’-এর আয়োজনে পন২ওন ২০১৯ হ্যাকিং প্রতিযোগিতায় অংশ নিয়ে টেসলা গাড়ির ত্রুটি বের করেছেন ফ্লুওরোঅ্যাসিটেট দলের সদস্য অ্যামাট ক্যামা এবং রিচার্ড ঝৌ।
আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, মডেল ৩ গাড়ির ইনফোটেইনমেন্ট ব্যবস্থায় ‘রেন্ডারারের জেআইটি বাগ’ ব্যবহার করে ব্যবস্থাটির নিয়ন্ত্রণ নেয় হ্যাকার দল।
টেসলার ভেহিকল সফটওয়্যার বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভিড লাউ বলেন, “২০১৪ সালে বাগ বাউন্টি প্রোগ্রাম চালু করার পর থেকে আমরা নিরাপত্তা গবেষকদের সঙ্গে অংশীদারিত্বের জন্য বিনিয়োগ বাড়িয়ে চলেছি, যাতে আমরা নিশ্চিত করতে পারি যে টেসলা মালিকরা যাতে কমিউনিটির মেধাবীদের থেকে লাভবান হতে পারে।”
বাগ বাউন্টি প্রোগ্রামের অংশ হিসেবে যেসব হ্যাকার গাড়ির ত্রুটি বের করেছে তাদেরকে ইতোমধ্যেই লাখো ডলার পুরস্কার দিয়েছে টেসলা।