শিক্ষার্থীদের জন্য ক্রোমবুক রিপেয়ার প্রোগ্রাম চালু করতে যাচ্ছে গুগল। স্কুলের জন্য ক্রোমবুক সেলফ রিপেয়ার প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের সাধারণ রিপেয়ারের বিষয়ে শিক্ষা দেয়া হবে। প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামটি চালু করা হবে।
আর্স টেকনিকার তথ্যানুযায়ী, স্কুলের জন্য ক্রোমবুক সেলফ রিপেয়ার প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের সাধারণ রিপেয়ারের বিষয়ে শিক্ষা দেয়া হবে। পাশাপাশি এ ধরনের ইন স্কুল স্কিম পরিচালনায় গুগল সহায়তা করে। এর মধ্যে কোন ক্রোমবুকে কী সমস্যা রয়েছে, সেটি সমাধানে যন্ত্রাংশ পাওয়ার বিষয়েও জানানো হয়। এর মধ্যে কি-বোর্ড ও ডিসপ্লে রয়েছে। পাশাপাশি এসব যন্ত্রাংশ নিরাপদ ও সঠিক পদ্ধতিতে অপসারণ ও পরিবর্তনের বিষয়েও নির্দেশনা দেয়া হয়।
বর্তমানে এসার ও লেনোভোর নয়টি ক্রোমবুক রয়েছে। যেখানে এ ধরনের রিপেয়ার গাইড রয়েছে। প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে এ কার্যক্রমের পরিধি বাড়াচ্ছে। প্রকাশিত পিডিএফ ফাইলে গুগল ইন স্কুল ক্রোমবুক রিপেয়ার সার্ভিসের সাধারণ গাইডলাইন প্রকাশ করেছে। সেখানে বলা হয়, রিপেয়ার কার্যক্রমে যেসব শিক্ষার্থী অংশ নেবে, তাদের জন্য আলাদা স্থান তৈরি করতে হবে। সেখানে ফ্রন্ট ডেস্কও থাকবে। গ্রাহকরা তাদের সমস্যাযুক্ত হার্ডওয়্যার নিয়ে সেখানে আসতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী যন্ত্রাংশ পরিবর্তন করতে পারবেন।