গুগলের হ্যাকড অ্যাকাউন্টের হার ৫০ শতাংশ কমেছে। মূলত ২০২১ সালের অক্টোবরে ১৫০ মিলিয়নের বেশি ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে টু-স্টেপ ভেরিফিকেশন সেবায় অন্তর্ভুক্ত করে নিয়েছে গুগল।
আপনি যখন নতুন কোনো ডিভাইস থেকে গুগল অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন তা যাচাইয়ের জন্য পূর্ব থেকে লগ ইন করে রাখা কম্পিউটার অথবা স্মার্টফোনে সতর্কবার্তা চলে যাবে। এই পদ্ধতিকেই টু স্টেপ ভেরিফিকেশন বলা হয়।
গ্রাহকদের জন্য আরো কিছু নতুন নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে গুগল। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে জোট বেঁধে ‘ক্যাম্পেইন সিকিউরিটি প্রজেক্ট’ কর্মসূচি গ্রহন করেছে তারা। এই কর্মসূচির আওতায় শীর্ষ রাজনৈতিক দলগুলো গুগলের দেওয়া বিশেষ টুলের সাহায্যে নির্বাচনের প্রার্থী ও প্রচার কর্মীদের অনলাইনে নিরাপদ থাকার প্রশিক্ষণ দিয়ে থাকে।
আগামি মাস থেকে অ্যাকাউন্ট পর্যায়ে উন্নত ব্রাউজিং ফিচার চালু করবে গুগল। এটি একটি নির্দিষ্ট ধরনের ফিচার হবে যা ‘ওয়েব এবং আপনার গুগল অ্যাকাউন্টে আসা হুমকিগুলো প্রতিহত করে বিস্তৃত নিরাপত্তা সুরক্ষা সৃষ্টি করে।’
বিশ্বব্যাপি বিক্রি হওয়া স্মার্ট ডিসপ্লে এবং স্পিকারগুলোর গুগল অ্যাসিসট্যান্টের গেস্ট মোড আসছে মাসগুলোয় আরো নয়টি ভাষায় চালু হবে।
গুগল ফাই ব্যবহারকারীরা খুব শিগগিরই পরিবারের সদস্যদের চেক করার ক্ষমতা পাবে এবং ফাই অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে লোকেশন শেয়ার করতে পারবে। গুগল ম্যাপে ইতোমধ্যে গ্রাহকরা এই সেবা উপভোগ করছে।