গ্যালাক্সি এস২২ সিরিজের জন্য যন্ত্রাংশ তৈরি বাড়িয়েছে স্যামসাং। ক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি জানায়, তারা ৩ কোটি ইউনিট গ্যালাক্সি এস২২ সিরিজের স্মার্টফোন যন্ত্রাংশ তৈরির পরিকল্পনা করছে।
গত বছর গ্যালাক্সি এস২১ সিরিজের জন্য যে যন্ত্রাংশ তৈরি করেছে, এর চেয়ে তা ২০ শতাংশ বেশি হতে পারে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে, চলতি বছরে তিন কোটির কাছাকাছি গ্যালাক্সি এস২২ সিরিজের ফোন বিক্রির পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের। এজন্যই যন্ত্রাংশ তৈরি বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্টটি।
মোট তিন কোটি ইউনিটের মধ্যে ৬ দশমিক ১ ইঞ্চির স্ট্যান্ডার্ড এস২২ গ্যালাক্সির জন্য ১ কোটি ২০ লাখ ইউনিট, ৬ দশমিক ৬ ইঞ্চির গ্যালাক্সি এস২২ প্লাসের জন্য ৮০ লাখ ইউনিট এবং ৬ দশমিক ৮ ইঞ্চির গ্যালাক্সি এস২২ আল্ট্রার জন্য এক কোটি ইউনিট যন্ত্রাংশ তৈরি করবে টেক জায়ান্টটি।
গত বছর সেপ্টেম্বরে গ্যালাক্সি এস২২ সিরিজের পরিকল্পনা স্তরে দুই কোটি যন্ত্রাংশ তৈরির পরিকল্পনা করেছিল স্যামসাং। তবে সম্প্রতি লক্ষ্যমাত্রায় পরিবর্তন আনে প্রতিষ্ঠানটি। তথ্য বলছে, চলতি বছর বৈশ্বিক স্মার্টফোনের বাজারে প্রবৃদ্ধির হার পুনরুদ্ধারের আশায় জাহাজীকরণের পরিমাণ বাড়িয়েছে দক্ষিণ কোরীয় টেক জায়ান্টটি। রফতানি লক্ষ্যমাত্রা বাড়লেও তা ২০১৯ সালে স্যামসাংয়ের বার্ষিক স্মার্টফোন রফতানিকে ছাড়িয়ে যায়নি।