চীনের বাজারে গেমারদের জন্য নতুন কুলিং ফ্যান নিয়ে এসেছে নুবিয়ার সাবব্র্যান্ড রেড ম্যাজিক। গেমিংয়ের সময় স্মার্টফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে নতুন ডিভাইসটি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।
অফিশিয়াল নোটের তথ্যানুযায়ী, রেড ম্যাজিকের নতুন টার্বো কুলিং ফ্যানটি চীনের স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটির সর্বাধুনিক কুলিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়েছে। ব্যাক ক্লিপ ফ্যানটিতে ২৯টি ব্লেড রয়েছে, যা উচ্চগতিতে চলবে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবে। এতে শক্তিশালী এয়ার কুলিং থাকায় ডিভাইসের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সক্ষম। গেমিং স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটির নতুন কুলিং ফ্যান পাবজি, কল অব ডিউটির মতো গেম খেলুড়েদের আরো ভালো অভিজ্ঞতা দেবে।
ডিজাইনের দিক থেকে ফ্যানটিকে স্পেসশিপ রকেট আকারের গঠন দেয়া হয়েছে। মাঝবরাবর ফ্যানটি বসানো হয়েছে। ডিভাইসের টিজার বা প্রচারণামূলক ভিডিওতে আরজিবি এলইডি লাইটিং ফিচারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। বর্তমান সময়ে গেমারদের অন্যতম চাহিদা হচ্ছে আরজিবি লাইটিং। তবে ডিভাইসটির দাম সম্পর্কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। আগামী ১৭ ফেব্রুয়ারি চীনের বাজারে কুলিং ফ্যানটি বাজারজাত শুরু করবে প্রতিষ্ঠানটি। সেদিন থেকে গেমাররা স্মার্টফোনের অন্যতম অনুষঙ্গ হিসেবে এটি ব্যবহার করতে পারবে।