অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ডেটা প্রাইভেসি স্ট্যান্ডার্ড আরও পরিণত করতে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করল গুগল (Google)। অ্যান্ড্রয়েডের জন্য প্রাইভেসি স্যান্ডবক্স নিয়ে আসতে চলেছে এই সার্চ ইঞ্জিন জায়ান্ট। এর দ্বারা বিজ্ঞাপনের জন্য গ্রাহককে ট্র্যাক করার প্রবণতা অনেকটাই কমবে এবং সেই সঙ্গে বিভিন্ন থার্ড পার্টির সঙ্গে গ্রাহকের তথ্য শেয়ার করার পরিমাণও কম হবে।
এই প্রাইভেসি স্যান্ডবক্স তৈরি করার পিছনে মূল লক্ষ্য হল, ইউজারের তথ্য বিজ্ঞাপনদাতাদের সঙ্গে শেয়ার করার সময়, সেই তথ্যের গোপনীয়তা যেন লঙ্ঘিত না হয়। অর্থাৎ বিজ্ঞাপনদাতারা এমন কোনও তথ্য গ্রাহকের কাছ থেকে জানতে পারবেন না, যাতে তাঁদের গোপনীয়তা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায়। পাশাপাশি বিভিন্ন থার্ড পার্টির সঙ্গে ইউজারের ডেটা শেয়ারিংয়ের ক্ষেত্রে একটা যেন সীমাও রাখা হয়। গত বুধবার গুগল-এর তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। এক কথায়, এই প্রাইভেসি স্যান্ডবক্স অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের স্মার্টফোন বিজ্ঞাপন থেকে নিরাপদ রাখবে।
আজ নয়। গুগল সার্চে বহু দিন ধরেই রয়েছে এই প্রাইভেসি স্যান্ডবক্স। এবার অ্যান্ড্রয়েডের জন্যও এই পরিষেবা নিয়ে আসতে উদ্যোগী সার্চ ইঞ্জিন জায়ান্টটি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, গ্রাহকের প্রাইভেসি আরও জোরদার করতে তারা সর্বদাই তৎপর তবে তা ফ্রি কনটেন্ট ও সার্ভিস বন্ধ করে কখনওই নয়। পাশাপাশি অ্যাপল-কে একটু খোঁচা দিয়ে গুগল আরও জানিয়েছে যে, ইতিমধ্যে থাকা বিভিন্ন প্রযুক্তি থেকে গ্রাহককে দূরে সরিয়ে রেখে কোনও ভাবেই প্রাইভেসি জোরদার তারা করতে চায় না। কারণ, তাতে আখেরে লং রানের ক্ষেত্রে ইউজারকেই প্রভাবিত করবে।