রাশিয়ার সাধারণ নাগরিকদের নিজস্ব সেবা থেকে বঞ্চিত করতে রাজি নন শীর্ষ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ‘বাইন্যান্স’ প্রধান চ্যাংপেং ঝাও। দেশটির সাধারণ নাগরিক আর রাজনীতিবিদদের একই মাপকাঠিতে ফেলতে রাজি নন তিনি।
“রাশিয়ার সাধারণ নাগরিকদের অনেকেই যুদ্ধের পক্ষে নন,” বিবিসিকে বলেছেন বাইন্যান্সের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ঝাও।
সম্প্রতি রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে শীর্ষ ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোকে রাশিয়ার নাগরিকদের জন্য সেবা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে ইউক্রেইন। ইউক্রেইন-রাশিয়া যুদ্ধে “ক্রিপ্টো সংঘাতে” পরিণত হতে পারে– এমন আশঙ্কার কথাও বলেছেন এক ক্রিপ্টো মুদ্রা বিশেষজ্ঞ।
শীর্ষ ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোকে রাশিয়ার রাজনীতিবিদদের পাশাপাশি সাধারণ নাগরিকদের জন্যেও ক্রিপ্টো মুদ্রা লেনদেনের পথ বন্ধ করে দাওয়ার আহ্বান জানিয়ে রোববার টুইট করেছেন ইউক্রেইনের উপ প্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভ।
অন্যদিকে, ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর, প্রাথমিক পর্যায়ে দরপতন হলেও গেল কয়েক দিনে বিটকয়েনের দাম বেড়েছে ১৩ শতাংশ।
বাণিজ্যিক ও আর্থিক অবরোধের মুখে রাশিয়ার শাসকগোষ্ঠী ক্রিপ্টো মুদ্রার দিকে ঝুঁকবেন, এমন সন্দেহ বাজারসংশ্লিষ্টদের। এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ ক্রিপ্টো মুদ্রাকে আখ্যা দিয়েছে “পুতিনের ওপর অবরোধ ধ্বংসকারী সুপার-উইপন” হিসেবে।