দেশে প্রযুক্তি পণ্য উৎপাদন করলে শুল্ক ও কর ছাড়ের সুবিধা রয়েছে। পাশাপাশি সরকারি নানা সুবিধাতো আছেই। এমন প্রেক্ষাপটে গত কয়েক বছরে দেশে ১৪টি প্রতিষ্ঠান মোবাইল ফোন উৎপাদন করছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি মেজবাহ উদ্দিন।
তিনি বলেন, বর্তমানে দেশে ১৪টি প্রতিষ্ঠান মোবাইল ফোন উৎপাদন করছে। দেশে ব্যবহৃত স্মার্টফোনের ৮৫ শতাংশই স্থানীয় প্রতিষ্ঠানগুলো সরবরাহ করছে।
এ শিল্পকে আরো গতিশীল এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন সরকারের বিদ্যমান শুল্ক ও কর ছাড়ের সুবিধা ২০২৫ সাল পর্যন্ত বাড়ানোর কথা বলা হচ্ছে। গতকাল রোববার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে সংগঠনটির পক্ষ থেকে এ প্রস্তাবনা দেওয়া হয়।
সংগঠনটি বলছে, মোবাইল খাতে সরকারের দেওয়া সুবিধার কারণে আমদানি নির্ভরতা কমেছে। স্থানীয় বাজারের চাহিদার বড় অংশই পূরণ করা সম্ভব হচ্ছে।