চলতি মার্চের শেষ নাগাদ বাজারে উন্মুক্ত হচ্ছে এস সিরিজে মজবুত গঠনের নতুন স্মার্টফোন ডজি। ডুয়াল স্ক্রিন ও নাইট ভিশন ক্যামেরা-সংবলিত এস৯৮ স্মার্টফোনটিতে রয়েছে ৮ জিবি র্যাম ও ২০ মেগাপিক্সেল নাইট ভিশন ক্যামেরা।
ডজি এস৯৮ স্মার্টফোনে আকর্ষণীয় ডুয়াল স্ক্রিন ডিজাইন দেয়া হতে পারে। এতে ৬ দশমিক ৩ ইঞ্চির এলসিডি ফুলএইচডিপ্লাস মেইন ডিসপ্লে থাকতে পারে, যার সুরক্ষায় কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হবে। পেছনে গোলাকৃতির স্মার্ট ডিসপ্লে থাকবে। এ ডিসপ্লেতে পরিবর্তনযোগ্য ব্যাকগ্রাউন্ড থাকবে। ব্যবহারকারী চাইলে যেকোনো ছবি ব্যবহার করতে পারবেন। এ ডিসপ্লে ব্যবহার করে সময়, মিউজিক কন্ট্রোল, ব্যাটারি লেভেলসহ বিভিন্ন বিষয় দেখা যাবে।
ডজি এস৯৮ স্মার্টফোনে ২ দশমিক ৫ গিগাহার্টজ গতির মিডিয়াটেক জি৯৬ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হতে পারে। এতে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে। ছবি ও ভিডিও ধারণের জন্য রিয়ারের রাউন্ড ডিসপ্লের পাশে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। প্রথমেই ৬৪ মেগাপিক্সেলের প্রধান সেন্সর থাকবে। এরপর ২০ মেগাপিক্সেলের নাইট ভিশন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেয়া হতে পারে।
ক্যামেরার পাশে একটি এলইডি লাইট ও ইনফ্রারেড লাইট থাকতে পারে। হাইলাইটিং ক্যামেরা ফিচারসমৃদ্ধ ২০ মেগাপিক্সেল নাইট ভিশন ক্যামেরার মাধ্যমে অন্ধকারেও ব্যবহারকারীরা ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। সেলফির জন্য স্মার্টফোনটির সামনে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে।