বাজারে বিভিন্ন ফিচার ফোনের পাশাপাশি নকিয়া ব্র্যান্ডের এন্ট্রি লেভেল ও বাজেট স্মার্টফোন আনছিল এইচএমডি গ্লোবাল। কিন্তু দীর্ঘদিন হয়ে গেল কোনো প্রিমিয়াম স্মার্টফোন আনছে না একসময়ের জনপ্রিয় ব্র্যান্ডটি। যারা নকিয়ার ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য খারাপ খবর জানিয়েছে নকিয়ার নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি। গিজমোচায়না।
ফিনল্যান্ডভিত্তিক কোম্পানিটি জানায়, শিগগিরই তারা কোনো ফ্ল্যাগশিপ বা প্রিমিয়াম স্মার্টফোন বাজারে আনছেন না। তারা বিদ্যমান ফিচার ফোনের পাশাপাশি এন্ট্রি লেভেল ও মাঝারি দামের স্মার্টফোনের ওপরই মনোযোগ ধরে রাখবেন। কম দামের মধ্যে কয়েক দিনের ব্যাটারি সক্ষমতাসহ শক্তিশালী ডিভাইস উপহার দিতে চাইছে নকিয়া। কোম্পানিটির এ কৌশল সাম্প্রতিক সময়ে বেশ কার্যকরী হিসেবে দেখা দিয়েছে এবং কোম্পানিকে লাভজনক জায়গায় নিয়ে গিয়েছে। ২০২০ সালের তৃতীয় প্রান্তিক থেকে লাভে রয়েছে নকিয়া এবং ২০২১ সালের চতুর্থ প্রান্তিক ছিল কোম্পানিটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে লাভজনক।
২০১৯ সালে বাজারে আসা নকিয়া ৯ পিউরভিউ ছিল সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন। তার পর থেকে কোনো প্রিমিয়াম ডিভাইস আনেনি নকিয়া। ক্যামেরা আরো উন্নত করে পিউরিভিউ সিরিজের আরো ফোন আনার গুঞ্জন রটেছিল। কিন্তু তা কেবল গুঞ্জনেই রয়ে যায় এবং বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি। সাম্প্রতিক বছরগুলোয় ব্ল্যাকবেরি, এইচটিসি, এলজি ও সনির মতো প্রতিষ্ঠান স্মার্টফোন বাজার থেকে হাত গুটিয়ে নিয়েছে। এ পরিস্থিতিতে নিজেদের শক্তিশালী সেগমেন্টে জোর দেয়া নকিয়ার জন্য উত্তম সিদ্ধান্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।