গত বছর মেটা মালিকানাধীন ফেসবুকে সবচেয়ে বেশি ফিশিং হামলা পরিচালিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত ফিশার্স ফেভারিটস ইয়ার-ইন-রিভিউ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর টেক টাইমস।
সাম্প্রতিক বছরগুলোয় মেটা নিয়ন্ত্রিত সোস্যাল সাইটগুলো নিয়ে সমালোচনা হচ্ছে, সেখানে ভুয়া ও মিথ্যা তথ্য এবং ক্ষতিকর কনটেন্ট প্রশ্রয় পায় বলে অভিযোগও রয়েছে। এবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ভুয়া এফবি ওয়েবসাইটও মেটার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ফোর্বসের বার্ষিক ফিশার্স ফেভারিটস ইয়ার-ইন রিভিউ প্রতিবেদনে দেখা গেছে, তাদের তালিকায় থাকা ভুয়া ওয়েবসাইটের ১৪ শতাংশই ফেসবুককে নকল করছে। ২০২০ সালে ফিশিংয়ের শিকার কোম্পানির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফেসবুক। কিন্তু ২০২১ সালে সর্বোচ্চ ফিশিং হামলার শিকার সাইট মার্ক জাকারবার্গ নেতৃত্বাধীন সোস্যাল সাইটটি।
গবেষকরা বলছেন, সোস্যাল মিডিয়া প্লাটফর্মগুলো এখন বিভিন্ন সাইবার অপরাধীর প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের সতর্কতামূলক কিছু পদক্ষেপ নিতে বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। প্রথমত, দেখতে হবে যেকোনো বৈধ সোস্যাল মিডিয়া প্লাটফর্মের চেয়ে সন্দেহজনক পেজটিতে ছবি শেয়ার কম হচ্ছে কিনা। দ্বিতীয়ত, পেজ তৈরির টাইমলাইন দেখতে হবে। পেজ তৈরির বয়স এক বছরের কম হলে আশঙ্কা থাকতে পারে এটি ভুয়া।