রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, আগামী ২০ মার্চ পর্যন্ত বর্তমান প্রতিষ্ঠান সিএনএস লিমিটেড রেলওয়ের আন্তনগর ট্রেনের কম্পিউটারাইজড টিকেটিং পরিচালনা করবে। এরপর পাঁচ দিন অর্থাৎ ২১ থেকে ২৫ মার্চ অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকবে।
স্বাধীনতা দিবস বা ২৬ মার্চ থেকে দেশে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু করবে টিকেটিং প্ল্যাটফর্ম সহজ ডটকম।
সিএনএস বিডির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নতুন করে অনলাইনে টিকিট বিক্রির কাজ পায় সহজ-সিনেসিস-ভিনসেন জেভি। ২৬ মার্চ থেকে এই প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু হবে।
অনুষ্ঠানে মন্ত্রী জানান, আগামী ২০ মার্চ পর্যন্ত বর্তমান প্রতিষ্ঠান সিএনএস লিমিটেড রেলওয়ের আন্তনগর ট্রেনের কম্পিউটারাইজড টিকেটিং পরিচালনা করবে। এরপর পাঁচ দিন অর্থাৎ ২১ থেকে ২৫ মার্চ অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকবে।
সিস্টেমে কিছু কারিগরি ও প্রযুক্তিগত কাজ করার জন্য পাঁচ দিন অনলাইনে কোনো টিকিট বিক্রি করবে না রেলওয়ে। এ সময় শতভাগ টিকিট স্টেশনে বিক্রি করা হবে বলে জানান রেলমন্ত্রী সুজন।
বর্তমান সেবাদানকারী প্রতিষ্ঠান সিএনএসকে প্রতিটি টিকিটের বিপরীতে সাড়ে ৩ টাকার মতো দিতে হয় রেলওয়েকে। নতুন করে চুক্তির পর সহজকে দিতে হবে টিকিটপ্রতি মাত্র ২৫ পয়সা।