তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ২০২২-২৪ মেয়াদকালের নির্বাহী কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সাত সদস্যের নির্বাহী কমিটিতে ‘মেম্বারস ভয়েস’ প্যানেলের চারজন নির্বাচিত হয়েছেন। প্যানেলের দলনেতা সুব্রত সরকার পেয়েছেন ৬৯২ ভোট। অন্য সদস্যরা হলেন–রাশেদ আলী ভূঁঞা (৮০৪), মোহাম্মদ নজরুল ইসলাম (৭৮৯) এবং কামরুজ্জামান ভূঁইয়া (৭৮৯)।
‘সমমনা’ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন তিনজন। প্যানেলের দলনেতা মোহাম্মদ জহিরুল ইসলাম নির্বাচনে সর্বোচ্চ ৮৮২ ভোট পেয়েছেন। অন্য সদস্যরা হলেন– মুহাম্মদ মনিরুল ইসলাম (৭৩৩) এবং মোশারফ হোসেন (৬৩৪)।
আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যনির্বাহী ও শাখা কমিটির নির্বাচনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।
আজ রাতেই নির্বাচিত সদস্যদের মধ্য থেকে বাংলাদেশ কম্পিউটার সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির পদ বন্টন করা হবে।