স্পেস এক্সের প্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের ইলন মাস্ক টুইটারে তার নাম পরিবর্তন করেছেন। নতুন নাম দিয়েছেন ইলোনা মাস্ক। নাম পরিবর্তনের পেছনে রয়েছে লম্বা এক কাহিনি। বিনা কারণে নাম বদলালনি ইলন। বলা ভালো নাম পরিবর্তন করে পুতিনকে একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন ইলন। সেটি মূলত একটি টেলিগ্রাম পোস্ট যেটি করেছেন চেচেন এর প্রধান কাডিরোভ। তার বিরুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
ওই টেলিগ্রাম পোস্টে কাডিরোভ ইলন মাস্ককে নিয়ে ব্যাঙ্গ করেছেন। পোস্টে কাডিরোভ লিখেছেন, ‘বক্সিং রিংয়ে উনি (মাস্ক) কি রেড কর্নারে রয়েছে, যিনি একজন ব্যবসায়ী এবং টুইট করেন। এবং নীল রিংয়ে রয়েছেন পুতিন, একজন আন্তর্জাতিক রাজনীতিবিদ এবং স্ট্র্যাটেজিস্ট যাকে আমেরিকা এবং পশ্চিমের দেশগুলো রীতিমতো ভয় পায়?’এখানেই শেষ হয়নি। এরসঙ্গে ইলন মাস্ককে ব্যাঙ্গ করা হয় ওই টেলিগ্রাম পোস্টে। কারণ ওই ওই পোস্টেই ইলন মাস্ককে ইলোনা মাস্ক বলে সম্বোধন করেন তিনি।
এরপর ইলন মাস্ককে চেনেন প্রদেশে আমন্ত্রণ জানান কাডিরোভ । বলেন, পুতিনের সঙ্গে লড়াই করার জন্য ইলন মাস্ক যেন চেচেন প্রদেশের সেনা বাহিনীর কাছে প্রশিক্ষণ নেয়। তবেই তিনি পুতিনের বিরুদ্ধে লড়াই করতে পারবেন। এরসঙ্গে লিখেছেন ওখানে ট্রেনিং নেওয়ার পর ইলন মাস্ক সম্পূর্ণ পরিবর্তন হয়ে ইলোনা মাস্ক হয়ে ফিরে আসবেন।
যদিও এরপর চুপ থাকেননি স্পেস এক্সের সিইও। তিনি নিজের টুইটার পোস্টে লিখেছেন, ‘আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। কিন্তু আমার কিছু দুর্দান্ত ট্রেনিং নেওয়া আছে। উনি (পুতিন) যদি আমার সঙ্গে লড়াই করতে রাজি না থাকেন আমি শুধুমাত্র আমার বা হাত ব্যবহার করতে রাজি আছি। যদিও আমি বা হাতি একদমই নই। ইলোনা’। এরপর নিজের নাম টুইটারে পরিবর্তন করেন মাস্ক।