ভিডিও দেখার সুবিধার্থে ফায়ারফক্স ব্রাউজারের ১০০তম ভার্সনে এভিওয়ান কোডেক যুক্ত করার কথা জানিয়েছে মজিলা ফাউন্ডেশন। অ্যান্ড্রয়েড পুলিশ প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী আগামী ৩ মে কোডেকটি চালু করা হবে। খবর গ্যাজেটস নাউ।
কোডেক একটি ডিভাইস বা কম্পিউটার প্রোগ্রাম হতে পারে। এটি হার্ডওয়্যার ও সফটওয়্যার উভয়ের মাধ্যমে বিপুল তথ্য প্রক্রিয়াজাত করতে পারে। বর্তমানে ব্যবহারকারীরা উইন্ডোজ ১০-এ ক্রোম বা এজ ব্রাউজারের আপডেটেড ভার্সনে এভিওয়ার ভিডিও কোডেক ব্যবহার করতে পারেন। বিশেষ করে যেসব ডিভাইসে উচ্চক্ষমতাসম্পন্ন গ্রাফিকস রয়েছে সেগুলোয়। ২০২০ সাল থেকে গুগল ও মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে তাদের ফ্ল্যাগশিপ ব্রাউজারে হার্ডওয়্যার এক্সিলারেশন সুবিধা চালু করে।
অন্যদিকে সে সময় মজিলা ফাউন্ডেশন ফায়ারফক্সের জন্য এভিওয়ান ভিডিও কোডেক ফিচার চালু করেনি। কারণ তখন বর্তমান সফটওয়্যারের জন্য উন্নত হার্ডওয়্যারের প্রয়োজন হতো। মজিলার তথ্যানুযায়ী খুব কমসংখ্যক ব্যবহারকারীর কাছে উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটার রয়েছে। এ কারণেই সে সময় মজিলার ডেভেলপাররা আপডেটটি কার্যকর করেনি।