সন্তানের ওপর অভিভাবকদের নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ বাড়াতে নতুন টুলস এনেছে ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম।
গত বুধবার নতুন টুলসটি উন্মোচন করে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম অপেক্ষাকৃত তরুণ ব্যবহারকারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, এমন কিছু তথ্য ছড়িয়ে পড়ার বেশ কয়েকমাস পর এ পদক্ষেপ গ্রহন করলো ইনস্টাগ্রাম।
নতুন টুলস ব্যবহারের ফলে কিশোর সন্তানরা কিছু শেয়ার করলে অভিভাবকদের কাছে সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন চলে যাবে। এছাড়া দিনের মধ্যে কতো ঘণ্টা ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে সন্তানরা তা নির্ধারন করে দিবে অভিভাবকরা।
এই টুলসের সুবাদে সন্তানরা কতো সময় ধরে ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে, সীমাবদ্ধতা আরোপের পাশাপাশি তাদের অনুসরন করা অথবা তারা যেসব অ্যাকাউন্ট অনুসরণ করছে তার দৃশ্যমানতা নির্ধারণ করে দেওয়া যাবে। এই মুহুর্তে যুক্তরাষ্ট্রের অভিভাবকরা এই সুবিধা পাবেন। ক্রমান্বয়ে তা বিশ্বের অন্যান্য প্রান্তেও এ সুবিধা যোগ করবে ইনস্টাগ্রাম।
গত বছর ফেসবুক ‘হুইসেলব্লোয়ার’ ফ্রান্সেস হাউগেন শত শত অভ্যন্তরীণ নথি ফাঁস করে। ইনস্টাগ্রাম শারীরিক ও মানসিক ক্ষতি করতে পারে এ বিষয়গুলোও নথিতে ছিল। বিশেষ করে কিশোরীরা ইনস্টাগ্রামের মাধ্যমে বেশি ক্ষতিগ্রস্ত হয়।