প্রায় তিনঘণ্টা ধরে অ্যাপ স্টোর, আইক্লাউড, ম্যাপস, পডকাস্ট, অ্যাপলটিভিপ্লাস এবং আইম্যাসেজসহ অ্যাপলের ডজনখানেক অনলাইন সার্ভিস বিভ্রাটের কবলে পড়ে।
সোমবার প্রায় ১৯টি পৃথক পৃথক সার্ভিস লাল রংয়ের ত্রিভুজের মাধ্যমে বিভ্রাটের কথা জানান দিচ্ছিলো। অ্যাপলের সিস্টেম স্ট্যাটাস পেইজে নিশ্চিত করা হয়েছে, এক ডজনের বেশি অ্যাপলের অনলাইন সার্ভিস বিভ্রাটের কারণে সঠিকভাবে সেবা দিতে পারে নি।
অ্যাপলের অ্যাপ স্টোর দিয়ে বিভ্রাটের বিষয়টি শুরু হয়েছে। পরবর্তীতে তা ফিটনেসপ্লাস, ম্যাপস এবং আইক্লাউড সিস্টেমে ছড়িয়ে পড়ে। বিভ্রাট ট্র্যাকার সাইট ডাউনডিটেক্টরে শত শত ব্যবহারকারী এই বিভ্রাটের বিষয়টি নিয়ে আভাস দিয়েছেন।
অ্যাপলের অনেক ব্যবহারকারীই জানিয়েছেন তারা অ্যাপ স্টোরে আবার প্রবেশ করতে পারলেও কনটেন্ট ডাউনলোডের গতি খুবই শ্লথ। এছাড়া অ্যাপল মিউজিক এবং সিরিও অনুরোধে সাড়া দিতে বিলম্ব করে।
বিবিসি ও টেকরাডারের কাছে এই বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছে অ্যাপল, তবে এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেয়নি কোম্পানিটি। বিভ্রাট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডট কম জানিয়েছে, অ্যাপল মিউজিক নিয়ে চার হাজারের বেশি ব্যবহারকারী অভিযোগ করেছে। অন্যদিকে আরো চার হাজার ব্যবহারকারী আইক্লাউড সমস্যার কথা জানিয়েছে।