টিকটক-লাইকির মতো ভিডিও এডিটিং টুলস আনার ব্যাপারে ভাবছে রেডিট। যাতে অন্যের পোস্টে বা কনটেন্টে রিঅ্যাক্ট দেয়া খুব সহজ হয়। যদিও প্রকল্পটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনো পরীক্ষামূলক পর্যায়েই যায়নি।
টিকটকে এমন ফিচার আছে, যাতে দ্বৈত ভিডিও দেয়া যায়, যেখানে অন্য ব্যক্তি রিমিক্স, প্যারোডি বা এমন কিছু যুক্ত করতে পারেন। ২০২০ সালে টিকটক স্টিচ পরিষেবা যুক্ত করে, যেখানে অন্যের ভিডিও থেকেও আত্তীকরণের সুযোগ দেয়া হয়।
এটা ভাইরাল ভিডিও থেকে দ্রুত মজার প্রতিক্রিয়া, এমনকি প্লাটফর্মজুড়ে ভুল তথ্য যাচাইয়ের জন্য ফ্যাক্ট চেকিংয়ের কনটেন্ট তৈরির সুবিধা দেয়। রেডিট তাদের ওয়েবসাইট ভিডিও পোস্টের সুযোগ দেয়। কিন্তু এতে দ্বৈত ও স্টিচ ভিডিও তৈরির কোনো সুযোগ নেই।
টেকক্রাঞ্চকে রেডিটের এক মুখপাত্র জানিয়েছেন, রেডিট এখন নির্দিষ্ট কমিউনিটির সঙ্গে যোগাযোগ করছে এ ধরনের ভিডিওর ব্যাপারে তারা আগ্রহী কিনা। যদি আগ্রহী হয় তাহলে তারা এ ব্যাপারে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করবে।