নেদারল্যান্ডসে বড় ডাটা সেন্টার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। রাজনৈতিক বিরোধিতার কারণে সিদ্ধান্তে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। খবর রয়টার্স।
আমস্টারডামের ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত উত্তর জিওল্ড শহরে সাইটটির নির্মাণকাজ বন্ধে ডাচ সিনেট দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটের সরকারকে ক্ষমতা প্রয়োগের বিষয়ে একটি প্রস্তাব পাস করে। পাস হওয়ার পর পরই প্রযুক্তি জায়ান্টটি নতুন সিদ্ধান্তের কথা প্রকাশ করল।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জিওল্ডে আমাদের ডাটা সেন্টার স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। গত ডিসেম্বরে শহরটি নেদারল্যান্ডসে এ ধরনের সবচেয়ে বড় অবকাঠামো তৈরির পরিকল্পনা অনুমোদন দেয়। ৪১০ একর জমিতে ডাটা সেন্টারটি স্থাপিত হলে প্রতি ঘণ্টায় এটি ১ দশমিক ৩৮ গিগাওয়াট বিদ্যুৎ ব্যয় করত। প্রযুক্তিবিদদের আশা ছিল ডাটা সেন্টারটি সম্পূর্ণ সবুজ শক্তিতে পরিচালিত হবে এবং ৪০০ স্থায়ী কর্মসংস্থান তৈরি করবে। নেদারল্যান্ডসে খুবই সীমিত পরিমাণে নবায়নযোগ্য শক্তি উৎপাদন হয়। কিছু পরিবেশবাদী ক্যাম্পেইনার বিদেশী কোম্পানিকে এ শক্তি ব্যবহারের সুবিধা প্রদানে বিরোধিতা করে। এ পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্তে পরিবর্তন আসে। জিওল্ডের কিছু অধিবাসী জানান, অনুমতি দেয়ার বিষয়ে সরকার তাদের দাবি আমলে নেয়নি। সিনেটে পাসকৃত প্রস্তাবে ডাটা সেন্টার তৈরিতে সরকারি বিধিবিধান ও নীতিমালা কার্যকর না হওয়া পর্যন্ত সব নির্মাণকাজ বন্ধ রাখার আহ্বান জানানো হয়।