অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের নতুন একটি ফিচারের তথ্য ফাঁস হয়েছে। অ্যান্ড্রয়েড ১৩-তে ই-সিমে দুটি মোবাইল অপারেটরের সংযোগ ব্যবহার করা যাবে। গুগলের মোবাইল অপারেটিং সিস্টেমের বড় পরিবর্তনের অংশ হিসেবে এ ফিচার আনা হয়েছে।
ফোনঅ্যারেনার নতুন তথ্যানুযায়ী, মে মাসে অনুষ্ঠেয় ডেভেলপার সম্মেলনে গুগল অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের যাবতীয় তথ্য উপস্থাপন করবে। তবে সম্প্রতি ফাঁসকৃত তথ্যানুযায়ী, সফটওয়্যার জায়ান্টটি স্মার্টফোন থেকে সিমকার্ড স্লট পরিহারে ফিচার যুক্ত করেছে।
বর্তমান অ্যান্ড্রয়েড ভার্সনের উত্তরসূরির বিষয়ে বেশকিছু তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে স্মার্টফোনে থাকা ফ্ল্যাশলাইট নিয়ন্ত্রণে অ্যান্ড্রয়েড ১৩-তে আরো অপশন যুক্ত করা হবে। অন্যদিকে ব্যবহারকারীদের জন্য নতুন নোটিফিকেশন সিস্টেমের বিষয়েও গুঞ্জন উঠেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনে আসা নোটিফিকেশন টেনে আলাদা স্ক্রিনে চালু করতে পারবেন।
এসপার ব্লগের মিশার রহমানের তথ্যানুযায়ী, ই-সিমের প্রতিবন্ধকতা দূর করতে গুগল এরই মধ্যে একটি পেটেন্ট আবেদন করেছে। অ্যান্ড্রয়েড ১৩ সংস্করণের মাধ্যমে এটি আলোর মুখ দেখবে। ফাঁসকৃত তথ্যানুযায়ী, সার্চ ইঞ্জিন জায়ান্টটি বর্তমানে অ্যান্ড্রয়েডের ব্যবহারকারীদের একটি ই-সিমের মাধ্যমে দুটি মোবাইল নেটওয়ার্ক প্রতিষ্ঠানের পরিষেবা গ্রহণের সুবিধা নিশ্চিতে কাজ করছে।
ই-সিম মূলত বর্তমানে প্রচলিত সিমকার্ডের বিকল্প হিসেবে ব্যবহূত হয়। এটি স্মার্টফোনের অভ্যন্তরে চিপ হিসেবে কাজ করবে। কিন্তু এটি শুধু একটি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা দেয়। তবে গুগল একটি ই-সিমে দুটি নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ নিশ্চিতে কাজ করছে বলে জানা গেছে।