চীনের নজরদারি ব্যবস্থা উন্নয়ন ও প্রশাসনের চাহিদা পূরণে দেশটির অনেক আইটি প্রতিষ্ঠান একটি বিশেষ এআই সফটওয়্যার তৈরি করেছে। দেশটির অধিবাসীদের সংরক্ষিত ডেটা ‘আর্কাইভ’ করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
‘ওয়ান পার্সন ওয়ান ফাইল’ নামে পরিচিত সফটওয়্যারটি চীনের অনেক প্রতিষ্ঠানই কিনেছে গত চার বছরে।
চীনের প্রায় ৫০টির বেশি উন্মুক্ত ফাইল পরীক্ষা করে দেখেছে রয়টার্স। দেশটির পুলিশ বিভাগ এবং কমিউনিস্ট পার্টির নজরদারি নেটওয়ার্ক আপগ্রেডের কিছু অংশ দেখা সম্ভব হয়েছে ফাইলগুলোয়।
বেইজিংয়ের বর্তমান নজরদারি পদ্ধতির ব্যপক উন্নতি ঘটাবে নতুন সফটওয়্যারটি। যদিও বিদ্যমান পদ্ধতির সাহায্যেও যে কোনো ব্যক্তির ডেটা সংগ্রহ সম্ভব বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
সরকারী ফাইল অনুযায়ী, এই সফটওয়্যার ব্যবহারকারী স্কুলগুলো চাচ্ছে, তাদের ক্যাম্পাসের বাইরে ঘোরাফেরা করা অচেনা চেহারাগুলো মনিটর করতে।
“এ সিস্টেমের স্বাধীনভাবে শেখার ক্ষমতা রয়েছে এবং ডেটার আকার বৃদ্ধি পেলেও এটি নির্ভুলভাবে ফাইল তৈরি করতে পারে।”