গুগল প্লে স্টোরে এমন কিছু অ্যাপস আছে যার আড়ারে ঘাপটি মেরে বসে থাকে ম্যালওয়্যার। এবার অ্যাপ স্টোরে অ্যান্টি ভাইরাস অ্যাপের ছদ্মবেশে ভিড় জমিয়েছে কিছু অ্যাপস। যার মাধ্যমে ম্যালওয়্যার ঢুকে পড়বে আপনার স্মার্টফোনে। একটি গবেষণা সংস্থা, চেক পয়েন্ট রিসার্চ এমনই ছয়টি অ্যানড্রয়েড অ্যাপসের খোঁজ পেয়েছে।
নিজের স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যান্টি-ভাইরাস অ্যাপ খুঁজলে অন্যান্য অ্যাপের সঙ্গে ভেসে উঠবে ছয়টি নাম। অ্যাটম ক্লি-বুস্টার, অ্যান্টিভাইরাস-অ্যান্টিভাইরাস, সুপার ক্লিনার, আলফা অ্যান্টিভাইরাস, ক্লিনার- পাওয়ারফুল ক্লিনার-অ্যান্টিভাইরাস এবং সেন্টার সিকিউরিটি- অ্যান্টিভাইরাস অ্যাপের জোড়া ভার্সান।
এই অ্যাপসগুলো আসলে এক-একটি ব্যাংকিং ম্যালওয়্যার। অ্যান্টি-ভাইরাস সলিউশনের নামে এগুলো আসলে স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়িয়ে দেয়। যার পোশাকি নাম শার্কবোট। গবেষণা সংস্থা চেক পয়েন্ট জানিয়েছে, এই শার্কবোট অ্যানড্রয়েড ইউজারদের ব্যাংক সংক্রান্ত সমস্ত তথ্য হাতিয়ে নিতে সক্ষম।
জানলে আরও অবাক হবেন, এই শার্কবোটের ফিচারগুলোও অত্যন্ত শক্তিশালী। অনেক হিসাব-নিকাশ করে বাছাই করা ইউজারদেরই টার্গেট করে। জিওফেন্সিং ফিচারের মাধ্যমে চীন, ভারত, রোমানিয়া, রাশিয়া, ইউক্রেন, বেলারুশের মতো দেশের ইউজারদের এড়িয়ে চলে এই ম্যালওয়্যার। তবে তাদের টার্গেটের তালিকা অজানা। তাই সাবধান থাকাই বুদ্ধিমানের কাজ।