চীনের বাজারে সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে ওয়ানপ্লাস ১০ প্রো উন্মোচন করেছে অপো মালিকানাধীন প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, আগামী ২৮শে এপ্রিল ওয়ানপ্লাস১০আর নামে আরো একটি স্মার্টফোন বাজারজাতে কাজ করছে প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।
প্রকাশিত প্রতিবেদনের তথ্য সত্য হলে ওয়ানপ্লাস ১০আর স্মার্টফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ চিপসেট ব্যবহার করা হতে পারে। এই স্মার্টফোনে, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস E4 AMOLED ডিসপ্লে দেখা যাবে। এটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর সহ আসতে পারে। আর হ্যান্ডসেটটি ৮জিবি / ১২ জিবি LPDDR5 র্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি UFS 3.1 মেমরি সহ পাওয়া যেতে পারে।
ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, ওয়ানপ্লাস ১০আর ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরা ইউনিটে, ৫০ মেগাপিক্সেল সনি IMX766 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সনি IMX355 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ব্যবহার করা হতে পারে। একই সাথে, স্মার্টফোনের ডিসপ্লের উপরি মধ্যভাগে থাকা পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে একটি ১৬ মেগাপিক্সেলের Samsung S5K3P9SP সেন্সর দেখা যাবে। প্রসঙ্গত, পূর্ববর্তী ওয়ানপ্লাস হ্যান্ডসেটগুলিতে কেন্দ্রিক পাঞ্চ-হোল বিশেষ দেখা যায়নি। তদুপরি, সাম্প্রতিক রিপোর্টে আভাস পাওয়া গেছে যে, ওয়ানপ্লাস ১০আর স্মার্টফোনটি অ্যালার্ট স্লাইডার ছাড়াই আসবে।