বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি ঢাকাসহ সারাদেশে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নকারী অবৈধ জ্যামার ও বুস্টার অপসারণের উদ্যোগ নিয়েছে।
জানা গেছে, এক হাজারেরও বেশি স্থানে অবৈধ জ্যামার, নেটওয়ার্ক বুস্টার যন্ত্রের ব্যবহারের কারণে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হচ্ছে।
কোনো স্থানে জ্যামার থাকলে আশপাশের প্রচুর গ্রাহক নেটওয়ার্ক সংযোগ পায় না। অবৈধ বুস্টার বা রিপিটারও একই ধরনের সমস্যা তৈরি করে। বিটিআরসি জানিয়েছে, মোবাইল নেটওয়ার্ক এবং টেলিযোগাযোগ সেবার মান নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এক সমীক্ষায় দেখা গেছে, মসজিদ এবং মন্দিরে জ্যামার বসানো হচ্ছে। অনেকে আবার ভালো নেটওয়ার্ক পেতে নিজ বাড়িতে বুস্টার ও রিপিটার বসিয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই এলাকার অন্যান্যদের নেটওয়ার্ক।
জ্যামার সাধারণত ওয়্যারলেস সিস্টেমের আপলিংক ফ্রিকোয়েন্সিকে আক্রমণ করে পুরো ফ্রিকোয়েন্সি ব্যান্ডের ওয়্যারলেস চ্যানেলগুলোকে বাধাগ্রস্ত করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন সংকেত প্রেরণ করে। এর ফলে মোবাইল ফোন ব্যবহারকারীরা কল ড্রপ, সাইলেন্ট কল ও ধীরগতির ডেটার মতো নেটওয়ার্ক সমস্যায় পড়েন।