বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে নিজস্ব চিপ উৎপাদন ও ব্যবহারের দিক থেকে স্যামস্যাং অন্যতম। অ্যাপলের পাশাপাশি স্যামসাংও কোয়ালকম ও মিডিয়াটেকের চিপ ব্যবহার করত।
সম্প্রতি মিড রেঞ্জ ও সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনেও নিজস্ব চিপ ব্যবহারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ঘোষণার তথ্যানুযায়ী সব ধরনের স্মার্টফোন উৎপাদনে নিজস্ব এক্সিনোস চিপ ব্যবহারের কথা ভাবছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
নতুন প্রতিবেদনের তথ্যানুযায়ী, বর্তমানে গ্যালাক্সি এ ও এম সিরিজের স্মার্টফোন তৈরিতে অধিক মনোযোগী স্যামসাং। এ দুটি স্মার্টফোন তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি উন্নত দেশ থেকে উদীয়মান বাজারে তাদের লক্ষ্য পরিবর্তনের আভাস দিয়েছে।