ইলন মাস্কের চার হাজার তিনশ কোটি ডলারের অধিগ্রহন প্রস্তাব সম্ভবত গ্রহণ করতে যাচ্ছে টুইটারের পরিচালণা পর্ষদ। প্রস্তাব দেওয়ার সময়েই মাস্ক বলেছিলেন এটিই তার ‘সেরা ও চূড়ান্ত’ প্রস্তাব।
পুরো বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সাধারণ শেয়ার মালিকদের ৫৪ ডলার ২০ সেন্ট দামে শেয়ার বিক্রির পরামর্শ দেওয়ার ঘোষণা সোমবারেই দিতে পারেন পরিচালকরা। তবে, একদম শেষ মুহুর্তেও মালিকানা হাতবদল চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কাও থাকার কথা জানিয়েছেন ওই সূত্র।
ফোর্বস ম্যাগাজিনের হিসেবে বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। প্রস্তাব কাঠামো অনুসারে টুইটারের ক্রয়মূল্যের সিংহভাগ নিজের পকেট থেকেই পরিশোধ করবেন তিনি। মালিকানা হাতবদল চুক্তিতে অংশ নিচ্ছে না টেসলা।
রয়টার্সের কাছে পরিচয় গোপন রাখার শর্তে কথা বলেছেন ওই সূত্র। এ প্রসঙ্গে রয়টার্স টুইটার ও মাস্কের মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে কোনো উত্তর মেলেনি।