গত ফেব্রুয়ারিতে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) ফাইভজি সমর্থিত ফোল্ডেবল স্মার্টফোন মেট এক্স উন্মোচন করে হুয়াওয়ে। সে সময় চলতি বছরের মাঝামাঝি সময় বিক্রি শুরুর কথা বলা হলেও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। এবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগামী জুনে ডিভাইসটির বিক্রি শুরুর কথা বলা হয়েছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।
এমডব্লিউসিতে উন্মোচনের পরপরই মেট এক্স নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। বহুপ্রত্যাশিত এ ডিভাইস বাংলাদেশসহ বিশ্বের আরো কয়েকটি দেশে প্রদর্শন করা হয়েছে। ডিভাইসটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, ৮ ইঞ্চি ফোল্ডেবল ফুলভিউ অর্গানিক লাইট-এমিটিং ডায়োড বা ওএলইডি ডিসপ্লে।
হুয়াওয়ের অফিশিয়াল ওয়েবসাইটের তথ্যমতে, আগামী জুন থেকে ডিভাইসটির প্রাক-ক্রয়াদেশ নেয়া শুরু হবে। একই সময় বিশ্বব্যাপী ডিভাইসটির বিক্রি শুরু হবে।
হুয়াওয়ে মেট এক্সে নির্মাতা প্রতিষ্ঠানটির নিজস্ব ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হাইসিলিকন কিরিন ৯৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৮ গিগাবাইট র্যামের এ ডিভাইসে ৫১২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে। ডিভাইসটির দাম ২ হাজার ২৯৯ ইউরো।