টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) আনলিমিটেড ডাটা প্যাকেজ ঘোষণা করেছে। গ্রাহক স্বার্থ রক্ষা নিয়ে কাজ করা সোচ্চার সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করে সুকৌশলে আনলিমিটেড প্যাকেজ এর নামে ডাটার মূল্য বৃদ্ধি করা হয়েছে।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, আনলিমিটেড ডাটা প্যাকেজ ঘোষণার মাধ্যমে নিয়ন্ত্রণ সংস্থা জনগণের সাথে ঈদের পুর্বে উপহাস করল। ডাটা ফেরত দেয়ার আমাদের দাবির সাথে তাল মিলাতে গিয়ে স্বয়ং মন্ত্রী এবং নিয়ন্ত্রণ সংস্থা অপারেটরদের তোপের মুখে পড়ে। আমাদের ধারণা অপারেটরদের সেই ক্ষতি পুষিয়ে দিতেই আনলিমিটেডের নাম দিয়ে এবং জনগণকে সুবিধা দেয়ার কথা বলে প্রকারান্তরে ডাটার মূল্য দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করেছে। যা এক ধরনের জনগণের সাথে প্রহসন ছাড়া কিছুই না।
দেশে যেখানে মোট গ্রাহক এর ৮০% সাধারণ গ্রাহক সেখানে বর্তমান প্যাকেজ যা কিনা কর্পোরেট ব্যক্তিরা ব্যবহার করতে পারে সে ধরনের উচ্চমূল্যের প্যাকেজ সকলের জন্য তা ব্যবহার উপযোগী নয় জানা সত্ত্বেও এ ধরনের প্যাকেজ উদ্বোধন করা অত্যন্ত দুঃখজনক। আমরা মনে করি গ্রাহক প্রতিনিধি সহ অন্যান্য সকল স্টেকহোল্ডার এবং গণমাধ্যম ব্যক্তি দের সমন্বয়ে মূল্য নির্ধারণ করে বর্তমান প্যাকেজ বাতিল করে পুনরায় নতুন প্যাকেজ ঘোষণা করা হোক।
অপারেটর গ্রাহক ও রাষ্ট্রে এই তিন স্বার্থকেই বিবেচনায় নিতে হবে।