সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে বহুদিন ধরে নিষিদ্ধ। এলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর অনেকে ভেবেছিলেন ট্রাম্প টুইটারে ফিরে আসবেন। হয়তো এলন ট্রাম্পকে টুইটার ব্যবহারের সুযোগ দেবেন। কিন্তু না, ট্রাম্প আগেভাগেই জানিয়ে দিলেন তিনি টুইটারে ফিরবেন না।
শুধু তাই নয়, টুইটারকে টেক্কা দিতে রীতিমতো নতুন সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’চালু করলেন। অ্যাপ স্টোরে নতুন এই সোশ্যাল মিডিয়া অ্যাপটি অবমুক্ত হলে টুইটার, টিকটকসহ অন্য সব সোশ্যাল মিডিয়াকে টেক্কা দিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে।
এ নিয়ে টুইট করে এলন মাস্ক জানিয়েছেন, ‘এই মুহূর্তে অ্যাপ স্টোরে টুইটার ও টিকটককে পেছনে ফেলে দিয়েছে ট্রুথ সোশ্যাল।’
ইতিমধ্যেই ৫১ হাজারের বেশি রি টুইট হয়েছে এই পোস্ট। প্রায় ছয় লাখ লাইক পেয়েছে এলনের এই টুইট।
টুইটারে এলন আরও জানিয়েছেন, ‘এতদিন বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে টুইটার। এই কারণেই ট্রুথ সোশ্যাল অ্যাপের আত্মপ্রকাশ।’
তবে ট্রাম্পের নতুন সোশ্যাল অ্যাপের নাম একদম পছন্দ হয়নি এলনের। নিজের পোস্টে তা পরিষ্কার করে দিয়েছেন এই মার্কিন ধনকুবের।
গত বছর মার্কিন মুল্লুকে ক্যাপিটাল দাঙ্গার পরেই ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দিয়েছিল টুইটার।