৪৪ বিলিয়ন ডলারে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নিচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী টেসলার প্রধান ইলন মাস্ক। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির মালিকানা হস্তান্তরের বিষয়টি প্রকাশ্যে আসার পরই চাকরিপ্রার্থীদের টুইটারের প্রতি আগ্রহ বেড়েছে।
টুইটারের বর্তমান কর্মীদের বিষেয়ে কী সিদ্ধান্ত হবে কিংবা নতুন কর্মী নিয়োগে তার কৌশল কেমন হবে সে বিষয়ে এখনও মুখ খুলেননি ইলন মাস্ক।
ধারণা করা হচ্ছে, বিক্রির আনুষ্ঠানিকতা শেষ হলে মাস্ক নিজেই অস্থায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে টুইটারের দায়িত্ব বুঝে নেবেন। সে সময়ই হয়তো কর্মীদের বিষয়ে বিশদ আকারে সিদ্ধান্ত নেবেন।
এদিকে অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠান গ্লাসডোরের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও ডেটা সায়েন্টিস্ট ড্যানিয়েল ঝাও এক টুইটে জানান, গত ২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে চাকরিপ্রার্থীদের টুইটারের প্রতি আগ্রহ বেড়েছে ২৬৩ শতাংশ। এর আগে এতটা আগ্রহ দেখা যায়নি।
তিনি আরো উল্লেখ করেন, টুইটারে চাকরি পেতে প্রতিদিন ওয়েবসাইটে ক্লিকের পরিমাণ বাড়ছে। তবে ক্লিক করা মানেই এই নয় যে মানুষ চাকরির আবেদন করছেন। অনেকে হয়তো টুইটারের নাম বারবার শুনে আগ্রহী হয়ে চাকরির সাইটে ঢুকছেন।