‘ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক’ (ভিপিএন) ব্যবহারকারীর সংখ্যা ব্যপক হারে বেড়েছে রাশিয়ায়। গেল ফেব্রুয়ারিতে ইউক্রেইনে দেশটির সামরিক আগ্রাসনের পর থেকেই এমনটি হচ্ছে।
ইন্টারনেট ব্যবহারকারীর পরিচয় ও অবস্থান সংশ্লিষ্ট ডেটা গোপন রেখে দেশের সীমানায় নিষিদ্ধ ওয়েবসাইট ও ইন্টারনেট সেবা ব্যবহারের সুযোগ দেয় ভিপিএন।
রাশিয়ানরা কীভাবে সেন্সরশিপ এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে, সেই বিষয়টি উল্লেখ করে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট বলছে, জনপ্রিয় ১০টি ভিপিএন-এর দৈনিক ডাউনলোড সংখ্যা ফেব্রুয়ারির মাঝামাঝি ১৫ হাজার থেকে বেড়ে চার লাখ ৭৫ হাজারে এসে ঠেকেছিল মার্চে।
এখনও দৈনিক তিন লাখের মতো ডাউনলোড হচ্ছে। — ডেটা ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ‘অ্যাপটোপিয়া’র তথ্যের বরাত দিয়ে বলছে ওয়াশিংটন পোস্ট।