অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আবেগঘন ও আরো উন্নত অভিজ্ঞতা প্রদানে নতুন একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চালু করেছে এসকে টেলিকম। সম্প্রতি অ্যাসিস্ট্যান্টটির বেটা ভার্সন বাজারে উন্মুক্ত করেছে দক্ষিণ কোরিয়ার অন্যতম মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রতিষ্ঠানটি। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
কোরিয়ান ভাষার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটির আইকন হিসেবে রেইনকোট পরা একটি বাচ্চাকে যুক্ত করা হয়েছে। এ ডট নাম হলেও এর উচ্চারণ আই ডট। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মডেল থাকায় ব্যবহারকারীরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আবহাওয়াসহ যেকোনো বিষয়ে আলোচনা শুরুর পাশাপাশি গান বা ভিডিও চালুর নির্দেশনাও দিতে পারবে। বিদেশী ভাষা হিসেবে এতে ইংরেজি, চাইনিজ ও জাপানিজ সাপোর্টও রয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকে টেলিকমের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান পণ্য কর্মকর্তা লি হুয়ান-এ বলেন, জিপিটি-৩ ল্যাংগুয়েজ মডেলের ভিত্তিতে এ ডটের উন্নয়ন করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ব্যবহারকারীরা অ্যাসিস্ট্যান্টের সঙ্গে উন্মুক্ত ও স্বাধীন আলোচনায় অংশ নিতে পারবে। ওপেন বেটা ভার্সন ব্যবহারকারীদের কাছ থেকে এসকে টেলিকম মতামত গ্রহণ করছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের উন্নয়নে এটি কাজে লাগবে।