গত এপ্রিলে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি আগের বছরের একই মাসের চেয়ে ৯ শতাংশ বেড়েছে। বৈশ্বিক স্মার্টফোন বাজারে ২৪ শতাংশ হিস্যা ছিল স্যামসাংয়ের। এ নিয়ে টানা তিন মাস বাজার হিস্যা বেড়েছে তাদের। গ্যালাক্সি এ সিরিজের জনপ্রিয়তা ও হাই-এন্ডের গ্যালাক্সি এস২২ লাইনের ওপর ভর করে বিক্রি বেড়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির।
কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে বলা হয়, এপ্রিলে বৈশ্বিক স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের হিস্যা ছিল ২৪ শতাংশ। ২০১৭ সালের এপ্রিলের পর যা সর্বোচ্চ। বৈশ্বিক স্মার্টফোন বিক্রির ২৫ শতাংশ গ্যালাক্সি সিরিজ হওয়ায় ২০১৭ সালের এপ্রিলে স্যামসাংয়ের হিস্যা রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছিল।
লাতিন আমেরিকা ও ভারতের মতো গুরুত্বপূর্ণ বাজারে প্রচার-প্রচারণার ফলে বাজার পুনরুদ্ধার করেছে স্যামসাং। শাওমিকে হটিয়ে ফের শীর্ষস্থানে উঠে এসেছে তারা। গত মাসের সফলতার পেছনে ভূমিকা রেখেছে চীননির্ভর প্রতিষ্ঠান না হওয়া। সাংহাই ও কুনশান লকডাউনে অ্যাপলসহ স্থানীয় স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলোর উৎপাদন ও বিক্রি যেখানে হ্রাস পেয়েছে, সেখানে অবস্থান ধরে রাখার পাশাপাশি বিপণনে আগ্রাসী কর্মসূচি নিয়েছে স্যামসাং।