মহামারি করোনার দরুন বিশ্বের কমবেশি সব প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দিয়েছে। বর্তমানে করোনা অনেটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। তাই কর্মীদের আবারও অফিসে ফেরার কথা বলা হচ্ছে। কিন্ত মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের অনেক কর্মী অফিসে এসে কাজ করতে অনীহা প্রকাশ করছেন।
সম্প্রতি অ্যাপলের সিইও টিম কুক কর্মীদের সপ্তাহে অন্তত তিনদিন অফিসে এসে কাজ করার নির্দেশনা দিয়েছেন। অনেক অফিসে এসে কাজ শুরুও করেছেন। অনেক কর্মী বাড়ি থেকেই অফিসের কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাদের যুক্তি, অফিসে গেলে কর্মক্ষমতা কমে যাবে। তাছাড়া নিয়মিত অফিসে যাতায়াতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি যাতায়াত ভাড়া বেচে যাচ্ছে। অফিসে আসার কথা বলায় অ্যাপলের মেশিন লার্নিং ডিরেক্টর ইয়া গুডফেলো মে মাসে চাকরিই ছেড়ে দিয়েছেন।
তবে বসে নেই অ্যাপলের ম্যানেজমেন্ট। কর্মীদের অফিসের ফিরিয়ে আনতে নতুন কৌশল অবলম্বন করেছে প্রতিষ্ঠানটি। জানিয়ে দিয়েছে, কোনো কর্মী যদি বাসা থেকে কাজ করতে চায় তাহলে তাকে ১২ ঘণ্টা কাজ করতে হবে। আগে ১০ ঘণ্টা কাজ করতে হতো।
জুলাই মাস থেকে এই নিয়ম চালু কার্যকর করা হবে। অ্যাপল তাদের কর্মীদের শুধু কাজের সময় বাড়িয়েছে এমনটি নয়, বেতনও বাড়িয়েছে।
এদিকে আরেক টেক জায়ান্ট গুগল কর্মীদের অফিসে ফেরাতে বিনামূল্যে বৈদ্যুতিক স্কুটার দেওয়ার ঘোষণা দিয়েছে। কোনো কর্মী যদি মাসে অন্তত ৯ দিন অফিসে আসে, তবেই সে এই স্কুটার পাবে।