মোবাইল ফোন, ট্যাবলেট এবং ক্যামেরার মতো ডিভাইসে একই ধরনের চার্জিং পোর্ট আনতে একমত হয়েছে ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’ দলভুক্ত দেশগুলো। এর ফলে বিপাকে পড়বে আইফোন নির্মাতা অ্যাপল।
এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ২০২৪ সালের মধ্যে অন্তত ইউরোপের জন্য হলেও আইফোন থেকে লাইটনিং পোর্ট বাদ দিতে হবে অ্যাপলকে।
বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান সমঝোতায় আসতে না পারায় এ রাজনৈতিক হস্তক্ষেপ গ্রাহকদের জীবন আরও সহজ করবে ও তাদের আর্থিক খরচও কমাবে বলে জানিয়েছে কমিশন।
সকল মডেলের মোবাইল ফোনে একই ধরনের চার্জিং পোর্ট আনতে এক দশকের বেশি সময় ধরে চাপ দিয়ে যাচ্ছিল ব্রাসেলস। কারণ, আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের ডিভাইস পাল্টানোর সময় চার্জারও পাল্টাতে হয়।
আইফোন সাধারণত একটি ‘লাইটনিং কেবল’-এর মাধ্যমে চার্জ দেওয়া হলেও অ্যান্ড্রয়েড ভিত্তিক ডিভাইসের ক্ষেত্রে এখন ব্যাপকভাবে ব্যবহৃত হয় ‘ইউএসবি-সি কানেক্টর’।
এই প্রসঙ্গে রয়টার্স অ্যাপলের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি। যদিও প্রতিষ্ঠানটি আগেই সতর্ক করেছিল, এই প্রস্তাবনা তাদের উদ্ভাবনে ব্যাঘাত ঘটাবে এবং ইলেকট্রনিক বর্জ্যের স্তুপ তৈরি করবে।